কলেজের অবস্থান:
জেলা প্রশাসক মহোদয়ের বাসভবনের পশ্চিম পাশে, জেলা সেসন জজের অফিস/বাসভবনের উত্তরপাশে নবগঙ্গা নদীর তীর ঘেষে সুন্দর মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত।
কর্মকর্তা ও কর্মচারী পদসংখ্যা:
কলেজটিতে অধ্যক্ষ ও শিক্ষকের ৩০টি, শরীরচর্চা ০১টি, গ্রন্থগারিকের ০১টি, অফিস সহকারী এবং অফিস সহায়কের ০৮ টি সৃষ্ট পদ রয়েছে। বর্তমানে উপাধ্যক্ষ, শিক্ষক এবং কর্মচারীদের নতুন পদ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
শিক্ষার্থী আসন সংখ্যা:
উচ্চ মাধ্যমিক মানবিক শাখায় ৫৩০ টি, বিজ্ঞান শাখায় ১০০ টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১০০ টি আসন রয়েছে। এছাড়া, স্নাতক(পাশ) বিএ ৫০টি এবং স্নাতক(পাশ) বিএসএস ৫০টি আসন রয়েছে।
পাঠ্যবিষয় সমূহ:
উচ্চ মাধ্যমিক সকল শাখার জন্য: বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
উচ্চ মাধ্যমিক মানবিক শাখার জন্য: অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, যুক্তিবিদ্যা, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি।
উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার জন্য: পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চতর গণিত।
উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার জন্য: হিসাববিজ্ঞান, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন, ফিন্যান্স, ব্যাংকিং এবং বীমা, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, গার্হস্থ্য অর্থনীতি।
স্নাতক(পাশ) বিএ-এর জন্য: বাংলা, ইংরেজি, অর্থনীতি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি।
স্নাতক(পাশ) বিএসএস-এর জন্য: বাংলা, ইংরেজি, অর্থনীতি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি।
ভবনসমূহ:
ভবন-১: প্রশাসনিক ভবন, ৩ তলা বিশিষ্ট।
ভবন-২: একাডেমিক ভবন (বেগম রোকেয়া ভবন), ৪তলা বিশিষ্ট।
ভবন-৩: একাডেমিক ভবন (বেগম সুফিয়া ভবন), ৩তলা বিশিষ্ট।
ভবন-৪: ছাত্রীনিবাস (অপরাজিতা ভবন), ৪তলা বিশিষ্ট।
ভবন-৫: ছাত্রী মিলনায়তন, ১তলা বিশিষ্ট।
আবাসন ব্যবস্থা:
১০০ আসন বিশিষ্ট ৪তলা একটি ছাত্রী নিবাস রয়েছে যা অপরাজিতা ছাত্রীনিবাস হিসেবে সমাদৃত।
শেখ রাসেল ডিজিটাল ল্যাব:
একাডেমিক ভবন (বেগম সুফিয়া ভবন) এর তৃতীয় তলায় একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে। ল্যাবে কোর আই ৭ মানের ১৭টি ল্যাপটপ, ১টি ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর, ১টি প্রিন্টার, ১টি স্ক্যানার ও ১টি রাউটারের সাহায্যে ইন্টারনেট সংযোগ রয়েছে। এই ল্যাবে শিক্ষার্থীরা অফিস ব্যবস্থাপনা কোর্স, ভাষা শিক্ষা, আউট সোর্সিং, ওয়েবসাইট ডেভেলপিং এবং প্রোগ্রামিং সহ নানা ধরনের কাজ শিখে দক্ষ মানব সম্পদে পরিনত হতে পারে।
গ্রন্থাগার:
অত্র কলেজে মনোরম পরিবেশে বিভিন্ন প্রকার দুর্লভ পুস্তকের সমন্বয়ে একটি সমৃদ্ধ লাইব্রেরী আছে। এখানে একাডেমিক বইপত্রের সমাহারসহ আছে জ্ঞান অর্জনের জন্য সাহিত্য সংস্কৃতি, বিজ্ঞান, ইতিহাস, তথ্য প্রযুক্তি, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক মূল্যবান বইসহ গবেষনা জার্নাল।
গবেষনাগার:
ছয়টি বিষয়ে ৬টি পূর্ণাঙ্গ ল্যাব রয়েছে। ল্যাবগুলো হল- পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, গার্হস্থ্যবিজ্ঞান ও আইসিটি ল্যাব।
সংগঠন:
একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সংগঠন রয়েছে। যেমন- বিএনসিসি, রোভার স্কাউট, রেডক্রিসেন্ট, ডিবেটিং ক্লাব, স্পোর্টস ক্লাব, একুশে আবৃত্তি সংসদ, নৃত্য ও সঙ্গীত নিকেতন সংগঠন ইত্যাদি।